
RJ Roy এর সঙ্গে আড্ডা রেডিও ওয়ানের টক শো-তে, বং ঢং নিয়ে
April 4, 2018
১লা ফেব্রুয়ারি ২০১৮। "টগবগে" RJ Roy-এর সঙ্গে রেডিও ওয়ানে আমার বকবক। বিদেশে বাঙ্গালিয়ানা নিয়ে আড্ডা হল বেশ। সঙ্গে পড়ে শোনালাম আমার লেখা গল্পের কিচ্ছু অংশ। বেশ ভাল লাগলো আমার অভিজ্ঞতা শেয়ার করতে। ধন্যবাদ, রয়, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।