
গল্পঃ দেবযানীর চিঠি
November 30, 2018
তোমায় যে রাতে ডিভোর্সের কথা জানালাম, তুমি নিস্পন্দে বসে রইলে খাটে। হয়তো সারা রাত, জানি না। কারণ ওই একটা রাত্তির আমি প্রাণভরে ঘুমোলাম। কোর্ট এক বছরের সেপারেশানের অর্ডার দিল। ভাড়াবাড়ি না পাওয়া পর্য্যন্ত এই বাড়িতেই থাকবো। রাত যাপনের জন্য তাতুনের ঘরে এলাম। ঘরের দরজায় ছিটকিনি তুলে দিলাম যখন, বুঝলাম আমার মনের আনাচে কানাচে কোথাও আর তুমি নেই।